টিকটকে যুক্ত হলো ফুটনোটস, যে সুবিধা পাওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১৩:৫৫

ছোট আকারের ভিডিও দেখার সুযোগ থাকায় নিয়মিত দীর্ঘ সময় একটানা টিকটক অ্যাপ ব্যবহার করেন অনেকে। তবে টিকটকে থাকা সব ভিডিও সবার জন্য উপযোগী নয়। কেউ আবার ভিডিও দেখার পরও বিষয়বস্তু সঠিকভাবে বুঝতে পারেন না। এ সমস্যা সমাধানে ভিডিওর প্রাসঙ্গিক তথ্য ও পটভূমি বার্তা আকারে প্রদর্শনের জন্য ‘ফুটনোটস’–এর সুবিধা চালু করেছে টিকটক। কমিউনিটিভিত্তিক নতুন এ সুবিধা চালুর ফলে টিকটকে থাকা বিভিন্ন ভিডিওর সঙ্গে তথ্যনির্ভর নোট যুক্ত করতে পারবেন ‘ফুটনোটস কন্ট্রিবিউটর’ হিসেবে নির্বাচিত ব্যক্তিরা।


টিকটক জানিয়েছে, যখন একাধিক ফুটনোটস কন্ট্রিবিউটর ভিডিওর সঙ্গে থাকা কোনো ফুটনোটকে সহায়ক বলে মূল্যায়ন করবেন, তখন সেটি ভিডিওর সঙ্গে দৃশ্যমান হবে। এতে দর্শকেরা সহজেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা নতুন সুবিধাটি ব্যবহার করতে পারবেন।


গত এপ্রিলে ফুটনোটসের সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু করে টিকটক। এরই মধ্যে প্রায় ৮০ হাজার টিকটক ব্যবহারকারীকে ফুটনোটস কন্ট্রিবিউটর হিসেবে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এখন ভিডিওর জন্য তথ্যসমৃদ্ধ নোট লিখতে পারবেন এবং অন্যদের লেখা নোট যাচাই করে রেটিং দিতে পারবেন।


টিকটকের ফুটনোটসের সুবিধা অনেকটা খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ব্যবস্থার মতো। সেখানেও ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ভিডিও বা পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মেও মেটা সম্প্রতি একই রকম সুবিধা চালু করেছে। ইউটিউবেও একই ধরনের একটি কমিউনিটিনির্ভর তথ্য যাচাইয়ের সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও