জুলাই সনদ নিয়ে আমাদের সম্মতিই আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ২১:১৮

জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণের সার্বভৌম এখতিয়ারের ভিত্তিতেই আমরা এ ঘোষণাপত্রকে বাস্তবায়নের অঙ্গীকার করছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি— এর চেয়ে বড় সম্মতি আর নেই, এটা আইনের ঊর্ধ্বে। এটা জনগণের অভিপ্রায়। এটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেছে।’


বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের ২৩তম দিনের বিকেলে বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সালাহউদ্দিন।


জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ নামে যে খসড়া বিএনপির কাছে পাঠিয়েছে, সেখানে বাক্যগত কিছু অসামঞ্জস্য ছিল জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেগুলো আমরা সংশোধন করেছি। সনদের প্রস্তাব আছে সরকার গঠনের দুই বছরের মধ্যে এ অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। আমরা এটার সঙ্গে সম্পূর্ণ একমত। তারা বলেছিল এ প্রতিশ্রুতিগুলো পালনে সংবিধানে এবং বিভিন্ন আইনে, বিধিবিধানে। সেখানে যা পরিবর্তন করতে হবে, সে বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে। আমরা সেই প্রতিশ্রুতিও দিয়েছি।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও