
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য আনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নতুন বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ মিনিবাস কিনছে বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আনা হচ্ছে বুলেটপ্রুফ জিপ গাড়ি। তবে কী ধরনের বা কোন মডেলের গাড়ি আনা হচ্ছে, তা এখনো জানা যায়নি।
বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে এই দুটি গাড়ি কেনার বিষয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
শারীরিক অবস্থা ভালো থাকলে বেগম জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এবং প্রচারও চালাবেন।
এমন গাড়ি আমদানির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বা অনাপত্তিপত্রের প্রয়োজন হয়। দেশীয় নিরাপত্তায় কোনো সমস্যা হবে কি না—পুলিশের মাধ্যমে তদন্ত করে এসব বিষয় দেখে মন্ত্রণালয়। সেখানে উল্লেখ থাকে মন্ত্রণালয়ের আপত্তি আছে বা নেই।
নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রায় পাঁচ মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার বিষয়ে নথি পাঠানো হয়েছিল। স্পেশাল ব্রাঞ্চের (পুলিশের বিশেষ শাখা বা এসবি) প্রতিবেদন নিয়ে তাঁর গাড়ির বিষয়ে তখনই অনুমতি দিয়েছি। আর নতুন করে আবেদন এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির জন্য। তাঁর গাড়ির বিষয়েও আমরা এসবির প্রতিবেদন পেয়েছি। এটারও অনুমতি আজ (সোমবার) আমরা দিয়েছি। জাপান থেকে গাড়ি আমদানি করা হবে।’