
আবরার ফাহাদের আত্মত্যাগেই জুলাই অভ্যুত্থানের সিঁড়ি: সালাহউদ্দিন আহমদ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সিঁড়ি নির্মিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, “আমরা এদেশ প্রতিষ্ঠার আগে থেকেই বিভিন্ন শক্তির দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা শুরুতেই ব্রিটিশ দ্বারা পরে পাকিস্থানি দ্বারা শাসিত, শোষিত ও নিষ্পেষিত হয়েছি। আমি স্বীকার করতে চাই, ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকারের পক্ষে এবং স্বায়ত্তশাসনের পক্ষে যারাই সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, ছাত্র সংগ্রাম পরিষদসহ সকলেরই অবদান আছে। সকলেরই রক্তের সিঁড়ি দিয়ে, সকলেরই সংগ্রামের সিঁড়ি দিয়ে একাত্তর হয়েছে।
“ঠিক তেমনই ২০২৪ এর গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি আবরার ফাহাদের মত শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে।”
মঙ্গলবার টিএসসিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের যে আবরার ফাহাদের প্রসঙ্গ, সেটাকে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখি। এটা শুধু একটা রিজিয়নাল হেজিমনি বলেই এক শব্দে সবকিছু বিশ্লেষণ করা যাবে না। যেটাকে আগ্রাসন অথবা আধিপত্যবাদ বললেও বিশ্লেষণ করা যাবে না। ঐতিহাসিকভাবে এই তথ্যটা বিশ্লেষণ করতে হবে।