শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাঁকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৮:৩৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত যেভাবে ধর্ম ও ভাষার ভিত্তিতে মানুষকে বাংলাদেশে পুশ-ইন করছে, সেই একই যুক্তিতে শেখ হাসিনাকেও তো করা উচিত— যেহেতু তিনিও বাঙালি মুসলমান। অথচ বাংলাদেশ থেকে যারা দুর্বৃত্ত হিসেবে পালিয়ে গেছে, তাদের কোনো পুশ-ইন করা হচ্ছে না।


আজ সোমবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, ‘আমাদের জাতীয় পরিচয়— আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, সংস্কৃতিও বাংলা। কিন্তু ভারতে যারা বাংলা ভাষাভাষী মুসলমান, তাদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনা তো একই বৈশিষ্ট্যের অধিকারী— বাংলাদেশের নাগরিক, বাঙালি মুসলমান। তাঁকে তো পুশ-ইন করছে না ভারত। আবার যারা দুর্বৃত্ত হয়ে ভারতে পালিয়েছে, তাদেরও ফেরত পাঠানো হচ্ছে না। কেন?’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও