জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী নভেম্বরেই গণভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।
তিনি বলেছেন, “জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়।”
বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন ভবনে জামায়াত নেতা হালিম বলেন, “আজ সিইসির সাথে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি।
“ইসিকে আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি, আরপিও হুবহু বহাল রাখতে হবে।”
আব্দুল হালিম বলেন, “জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে।
“সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে উনাদের ভূমিকার কথা বলেছেন।”
তিনি বলেন, “যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে, তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে।
“জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”