শাপলাই চায় এনসিপি: মুসা
রাজনৈতিক দলের জন্য ‘শাপলা কলি’সহ নতুন চারটি প্রতীক ইসি সংরক্ষণ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাই চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
তিনি বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনসিপি শাপলাই চায়। আমরা যখন শাপলা চেয়েছি, তখন নির্বাচন কমিশন বলেছে— ‘তালিকায় নাই তাই, দেওয়া যাবে না’।
“এখন তারা ‘শাপলা কলি’ কীভাবে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে, তা স্পষ্ট করতে হবে।”
এদিন চারটি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের পরপর এনসিপি নেতা মুসা এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রতীক হিসেবে এনসিপিকে ‘শাপলা কলি’ বরাদ্দ দেওয়া হলে তা মেনে নেবেন কি না, এমন প্রশ্নের উত্তরে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশন কোন ক্রাইটেরিয়ায় ‘শাপলা কলি’কে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করেছে তা আমাদের কাছে পরিষ্কার করতে হবে।
“আমরা নতুন প্রতীকগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ বিষয়ে এখনও আমরা আলোচনা করিনি।”