You have reached your daily news limit

Please log in to continue


নেতাদের ডিপ ফেইক ভিডিও বানিয়ে চাঁদাবাজি হচ্ছে, সতর্ক থাকুন, রিজভীর আহ্বান

তারেক রহমানসহ বিএনপি নেতাতের বক্তব্যের বিকৃত ভিডিও বানিয়ে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ব্যাপারে নেতা-কর্মীদের সর্তক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে রিজভী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে কানাচে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ।

“সম্প্রতি সরকারপন্থি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেয়া বক্তব্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেইক ভিডিও তৈরি করে দেশে-বিদেশে থাকা বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরই নয়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ডিপ ফেইক ভিডিও তৈরি করা হয়েছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন