
সঞ্চয়পত্রে সুদের হার কমলো মধ্যবিত্তের কী হবে?
নতুন অর্থবছরের সূচনালগ্নেই দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর জন্য এলো একটি আর্থিক ধাক্কা—সঞ্চয়পত্রে সুদের হার কমানোর ঘোষণা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার পরপরই সরকার জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস করে একটি নতুন নির্দেশনা জারি করে, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে। অনেকের জন্য এটি একটি নীরব বিপর্যয়, বিশেষ করে তাদের জন্য যারা মাসিক খরচ চালানোর একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করেন।
এর আগে বিভিন্ন স্কিমে যেখানে সুদের হার ১২.৫৫ শতাংশ পর্যন্ত ছিল, সেখানে নতুন নির্দেশনায় সর্বোচ্চ হার কমে দাঁড়িয়েছে ১১.৯৮ শতাংশে। গড়ে প্রায় ০.৫৭% থেকে ০.৭৫% পর্যন্ত কমানো হয়েছে প্রায় সব ধরনের সঞ্চয়পত্রে। সংখ্যাগুলোর পার্থক্য খুব বড় না মনে হলেও এর বাস্তবিক প্রভাব অনেক গভীর। বিশেষ করে মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত নাগরিক, গৃহিণী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে।