বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)।
যারা বলেন বিএনপি ক্ষমতা চায় তাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান বলে থাকেন, ‘আমাদের ভোট দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা আপনার ভোটাধিকারের জন্য লড়াই করছি, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন।’ তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন। জনগণই সব ক্ষমতার প্রকৃত সক্ষমতা ধারণ করে। তাদের ওপর আস্থা বিশ্বাস রেখে দেখেন, তারা সন্তুষ্ট হয়ে আপনাদের কতটুকু দেয়।