
ই-পাসপোর্ট আবেদন এখন আরও সহজ : জানুন বিস্তারিত প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় দেশের নাগরিকদের জন্য ই-পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখন আরও সুবিন্যস্ত ও সহজ করা হয়েছে। অনলাইন আবেদন থেকে শুরু করে হাতে পাসপোর্ট পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই আনা হয়েছে স্বচ্ছতা ও গতি। আবেদনকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন প্রক্রিয়া এবং পাসপোর্ট অফিসের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পাসপোর্ট অধিদপ্তর।
প্রয়োজনীয় কাগজপত্র : এখন আর সত্যায়নের ঝক্কি নেই!
ই-পাসপোর্ট আবেদনের অন্যতম সুবিধা হলো, কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন নেই। এমনকি আবেদন ফরমেও ছবি সংযোজন বা সত্যায়ন করতে হয় না। ১৮ বছরের কম বয়সীদের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ (BRC English Version) এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবশ্যক। ১৮-২০ বছর বয়সীদের ক্ষেত্রে এনআইডি অথবা জন্মনিবন্ধন এবং ২০ বছরের ঊর্ধ্বে কেবল এনআইডি কার্ড থাকলেই চলবে। পুরোনো পাসপোর্ট থাকলে তার মূল কপি ও ফটোকপি, ফি জমা দেওয়ার রশিদ এবং পেশা বা ঠিকানা প্রমাণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র প্রয়োজন হবে। সরকারি কর্মকর্তা হলে GO/NOC বা প্রত্যয়নপত্র আবশ্যিক। বিবাহিতদের জন্য বিবাহ সনদ বা নিকাহনামা এবং তথ্য সংশোধনের ক্ষেত্রে শিক্ষাগত সনদের মতো প্রাসঙ্গিক কাগজপত্র প্রয়োজন হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ই-পাসপোর্ট