জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলো আজ। হাজারো ছাত্র-জনতার লাশ, অগণিত মানুষের চোখ, হাত-পা হারানোর মতো অবর্ণনীয় বেদনার বিনিময়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলার আকাশে উদিত হয়েছিল এক নতুন সূর্য, এসেছিল এক কাঙ্ক্ষিত বিজয়। যে বিজয়ের পেছনে রয়েছে অগণিত তরুণের রক্ত আর স্বজন হারানো পরিবারের কান্না।
জুলাই-আগস্টের অগ্নিঝরা দিনগুলোতে যখন রাজপথ ছিল উত্তাল, তখন হাসপাতালগুলোর জরুরি বিভাগ হয়ে উঠেছিল আরেক যুদ্ধক্ষেত্র।
সেই রণাঙ্গনের একজন সম্মুখযোদ্ধা ও প্রত্যক্ষদর্শী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের তৎকালীন জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার। তার বর্ণনায় উঠে এসেছে ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ভয়াবহতা, ত্যাগ আর অকল্পনীয় মানবিক সংকটের এক জীবন্ত চিত্র।