ভাঙ্গা থেকে ১৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেল বিশেষ ট্রেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ১৭:৫৮

রাজধানীতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি যখন ছেড়ে যায়, তখন সেটিতে যাত্রী ছিলেন ১৭ জন। যাত্রী ছাড়াও ওই ট্রেনে রেলওয়ে পুলিশের পাঁচজন সদস্য ছিলেন।


ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির শিবচর, পদ্মা, মাওয়া ও শ্রীনগর স্টেশনে থেকে যাত্রী উঠানোর কথা।


ভাঙ্গা রেলস্টেশন সূত্র জানায়, ট্রেনটি বেলা ১টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা। বিশেষ ট্রেনটি সন্ধ্যা সাতটার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসবে এবং রাত সাড়ে ৮টার মধ্যে ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছানোর কথা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও