ফোনে নানান ধরনের অ্যাপ ব্যবহার করেন। যখন যেটি প্রয়োজন কিংবা গুগল প্লে স্টোরে নতুন বা ভিন্ন ধরনের অ্যাপ দেখলে ডাউনলোড করে নেন। তবে জানেন কি? এসব অ্যাপ আপনার কাজ করে দিচ্ছে ঠিকই সেই সঙ্গে চুরি করছে আপনার ফোনের তথ্য, ছবি।
এবার শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়ারের নাম। ‘স্পার্ককিট্টি’ নামের একটি অ্যাপ। এই ম্যালওয়ার লুকিয়ে ছবি হাতিয়ে নিতে পারে। সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস, যাই থাকুক না কেন। আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ। আপাতভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সির অ্যাপ। ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সব ছবি অ্যাপটি চুরি করে নেবে।