মেয়াদ ‘শেষ হয়ে যাওয়ায়’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের আর শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “শপথ পড়ানোর বিষয়টি বিচারাধীন থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।”
ইসরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করেন তার সমর্থকরা। কিন্তু তাদেরকে ‘হাই কোর্ট দেখিয়ে’ শপথ পড়ায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।