You have reached your daily news limit

Please log in to continue


জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী

আজ ২৯ মে ‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’। এই দিনে আমরা পরম ভালোবাসায় স্মরণ করি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে নিযুক্ত শান্তিরক্ষীদের। এই যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনীও এক বিশেষ স্থান অধিকার করে আছে। দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় অংশগ্রহণ করে শান্তির প্রতি বাংলাদেশ নিজেদের অঙ্গীকার প্রমাণ করেছে, আর এ কারণেই আন্তর্জাতিক মঞ্চে আমরা অর্জন করেছি শান্তি পতাকা বহনের ভাবমূর্তি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সেনাবাহিনী থেকে গিয়ে ‘নীল হেলমেট’ পরে ভূমিকা রাখা প্রায় ৬০ হাজার জনের মধ্যে এককভাবে বাংলাদেশের ৬ হাজার ৯২৪ জন কর্মকর্তা এবং সৈনিক ১১টি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ১২টি দেশ/অবস্থানে মোতায়েন রয়েছেন। ফলে বাংলাদেশ এখন জাতিসংঘের নেতৃত্বে শান্তি রক্ষায় একটি প্রধানতম অবদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত।

ইতিহাস বলে, বাংলাদেশের সামরিক বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৯৮৮ সাল থেকে অবদান রাখা শুরু করে। এরপর থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চল, যেমন কঙ্গো, দারফুর, লাইবেরিয়া, হাইতি, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, মালিসহ আরও অনেক দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন