
বিএনপি ক্ষমতায় গেলে সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহত ব্যক্তিদের পুরো দায়িত্বই রাষ্ট্র নেবে। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে নিহত আরমান মোল্লার পরিবারে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী জানান, গণমাধ্যমে সংবাদ হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবার এতই দরিদ্র যে তাঁর সন্তানদের এতিমখানায় পাঠাতে হচ্ছে। এ সংবাদটি দেখে জুলাই আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনকে দায়িত্ব নেওয়ার জন্য পাঠিয়েছেন।
এ সময় অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী আরও বলেন, যে ব্যক্তি জীবন দিয়েছেন, দেশে মুক্ত বাতাস কেনার জন্য, তাঁর সন্তানদের বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে? এটা অত্যন্ত মর্মান্তিক। যাঁরা আন্দোলনের সুফল পাচ্ছেন, যাঁরা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাঁদের এই বিষয়গুলোর আরও খবর নেওয়া উচিত ছিল। তাঁরা তো একক দাবিদার মনে করছেন, তো তাঁরা আজকে নেই কেন?
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘অনেক কথা শুনি, মানবিক করিডর দেওয়া হবে, পরে শোনা গেল দেওয়া হবে না। একেকজন উপদেষ্টা একেক কথা বলেন। এই যে এত কথা বলছেন, এত কাজের ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাঁদের রক্তের ওপর আপনারা দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার এবং আরও যাঁরা অত্যন্ত ক্ষমতাশালী মনে করছেন, যাঁরা নতুল দল গঠন করেছেন, যাঁরা ডিসি-এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাঁদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আজ আরমান মোল্লার সন্তানদের এতিমখানায় থাকতে হয়?’