সিলেটে নাহিদ ইসলাম: নতুন বাংলাদেশের জন্য আমরা রাজপথে নেমেছি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই নতুন সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে চৌহাট্টা এলাকা থেকে এনসিপির নেতা–কর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভা শুরু হয়।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য গণ-অভ্যুত্থানে শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছে, আপনার-আমার দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। ১৭ জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে ও সিলেট জেলায়। আমরা সেই সব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে সিলেটে এসেছি।’
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক বক্তব্য
- নাহিদ ইসলাম