বিচ্ছেদের পর নতুন প্রেমের গুঞ্জন সামান্থার, কে সেই স্বপ্নের পুরুষ

যুগান্তর প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১৪:০৪

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ভালোবেসে ঘর বেঁধেছিলেন। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একাধিক রীতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তারা। তার একটি ছিল খ্রিষ্টান রীতি। এ রীতিতে বিয়ে করতে গিয়ে সাদা রঙের গাউন পরেছিলেন সামান্থা রুথ প্রভু। 


২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এ তারকা যুগল। এরপর দুজনার দুটি পথ গেছে বেঁকে। এর মধ্যে অভিনেতা নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসারী হয়েছেন। 


সংসার ভাঙার পর বিয়ের সেই গাউন কেটে নতুন পোশাক তৈরি করেছিলেন অভিনেত্রী সামান্থা। আর সেই পোশাক পরে একটি অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী বলেন, আজ আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন একটি পোশাক তৈরি করেছি। তিনি বলেন, আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে কটি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো— পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।


অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য ছিল সামান্থা রুথ প্রভুর। তার আগে একটা লম্বা সময় জুড়ে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। নাগাকে যে তিনি বেশি ভালোবাসেন সে কথা বিবাহিত থাকাকালীন বেশ কয়েকবার জানিয়েছিলেন অভিনেত্রী। নাগার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তাকে সমাজের কাছে ছোট হতে হয়েছে বিনাদোষে, সে কথাও বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও