
কৃষিতে বিনিয়োগ কমায় সাম্প্রতিককালে উৎপাদন বাড়লেও প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমছে
গত ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশি দৃশ্যমান উন্নয়ন হয়েছে কৃষি খাতে। ৪০ বছর আগে যখন মাঠে-ঘাটে গিয়েছে তখন বড় বড় ধান গাছ দেখতাম এবং সেখানে ধানের ছড়া খুব ছোট দেখতাম। বর্তমানে ধান গাছ ছোট হলেও ধানের ছড়া খুব বড় দেখা যায়। ৪০ বছর আগে আমাদের যে গরুগুলো ছিল সেগুলো খুবই ছোট। ক্রস ব্রেড ক্যাটল অনেক বেড়েছে। বর্তমানে প্রতিটি পুকুরে মাছের চাষ হয়।
স্বাধীনতার পর আমাদের খাদ্যশস্য উৎপাদন ছিল এক কোটি টন, যা এখন পাঁচ কোটি টন ছাড়িয়েছে। এ সময়ে দেশের কৃষি খাতের মোট উৎপাদন ৩ শতাংশ হারে বেড়েছে, যেখানে সারা বিশ্বে বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ হারে। উৎপাদন বৃদ্ধির দিক থেকে আমরা যথেষ্ট এগিয়েছি। তার পরও আমাদের খাদ্য সংকট ও সমস্যা রয়ে গেছে। প্রতি বছর ধান, গম, চাল, ভুট্টা ছাড়াও আমাদের মসলাজাতীয় ফসল এবং ডাল ও তেল নিয়মিত আমদানি করতে হয়। পরিমাণে তা প্রায় এক কোটি টনেরও বেশি। অনেকেই বলেন আমরা খাদ্যে স্বয়ম্ভর হয়ে গেছি। এটা কথার কথা, অনেকটা রাজনৈতিক, এর কোনো ভিত্তি নেই। যেখানে প্রতি বছর প্রায় ৬০-৭০ লাখ টন গম, ১০-১৫ লাখ টন চাল আমদানি করতে হয় এবং অন্যান্য ফসল আমদানি করতে হয়, সেখানে খাদ্যে স্বয়ম্ভর কথাটি খুব শোভা পায় না।