ময়নাতদন্ত ছাড়াই মামলা নিষ্পত্তি করতে হচ্ছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ মে ২০২৫, ০৯:১৮

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন। মামলার প্রয়োজনে লাশের ময়নাতদন্ত করতে গিয়ে স্বজনদের বাধার সম্মুখীনও হচ্ছেন তাঁরা। এতে মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি করতে হচ্ছে ময়নাতদন্ত ছাড়াই।


পিবিআই বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের অনেককেই ঘটনার পরপর ময়নাতদন্ত ছাড়াই দাফন করে ফেলা হয়েছে। মামলার নিষ্পত্তির জন্য ময়নাতদন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যেসব মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, আবেগ-অনুভূতির কারণ দেখিয়ে সেগুলোর ময়নাতদন্ত করতে দিচ্ছেন না নিহত ব্যক্তিদের স্বজনেরা।


বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ। এতে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে এবং শেষদিকে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ১৬ জুলাইয়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মধ্যে অনেক হত্যা, হত্যাচেষ্টা ও হামলার ঘটনা ঘটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও