তাপপ্রবাহে কৃষি ও পোলট্রি খাতে সংকট

দেশ রূপান্তর সাদিয়া সুলতানা রিমি প্রকাশিত: ০৬ মে ২০২৫, ১৭:০০

দীর্ঘসময় নিয়ে চলা তাপপ্রবাহ দেশের কৃষি ও পোলট্রি খাতের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। খরার ফলে কৃষক ও পোলট্রি খামারিদের মধ্যে দুশ্চিন্তা দেখা যাচ্ছে। কৃষি খাতে উৎপাদন হ্রাস, ফসলের ক্ষতি এবং পোলট্রি খাতে বিভিন্ন প্রাণীর মৃত্যু হচ্ছে দ্রুতগতিতে। এর ফলে কৃষকদের জীবিকা ও খাদ্য নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ, যাতে এই সংকট মোকাবিলা করা যায়। বাংলাদেশে প্রতিবছর গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায়।  কিন্তু বর্তমানে যে ধরনের তাপপ্রবাহ চলছে তা অত্যন্ত তীব্র। বিশেষজ্ঞরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি অংশ, যেখানে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ঘটছে।


বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। যেখানে বিপুল সংখ্যক মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের অধিকাংশ ফসলই গ্রীষ্মকালে চাষ হয় এবং তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি সেগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষত বোরো ধান, শীতকালীন ফসল এবং বিভিন্ন ধরনের ফলমূলের উৎপাদন কমে গেছে। বোরো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। তাপপ্রবাহের কারণে ধানের ফুল ফোটার সময় পরাগায়ন ব্যাহত হচ্ছে, যার ফলে ধানের শীষে দানা কমে আসছে। স্বাভাবিকভাবেই তাপমাত্রা বেশি হলে ধানের বৃদ্ধি রুদ্ধ হয়ে যায় এবং শস্যের উৎপাদন হ্রাস পায়। এছাড়া, ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করতে পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও