
‘মেয়েরা প্রপোজ করত, এনজয় করতাম’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:৫২
একটা সময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে দেখা মিলত তাকে, ইদানীং পর্দায় বেশ আনাগোনা তার। কিন্তু তার কিছু উদ্ভট সাজ নিয়ে শুরুতে সমালোচনাটাই বেশি করেছিল নেটিজেনরা। তবে সেসব এখন কমে গেছে অনেকটাই, বিপরীতে তৈরি হয়েছে তার নতুন ভক্তমহল ও প্রশংসা।
বলা হচ্ছে, শোবিজ অঙ্গনের এক নতুন মুখ, মডেল ও অভিনেত্রী রিয়া মনির কথা। দেখতে লাস্যময়ী এই অভিনেত্রী দিনে দিনে দর্শকের নজরে আসছেন। ইতোমধ্যে তার অভিনীত নাটকগুলোও সাড়া ফেলেছে বেশ।
গেল ঈদের বিশেষ আয়োজনে অন্য শিল্পীদের সঙ্গে পর্দা মাতিয়েছেন রিয়া। মোস্তফা খান সিহান -এর পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’ নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সেরা রূপসি’, ‘দুইবোন’, ‘স্মৃতির জোনাকি’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।