প্রেস ক্লাবে ভোট দেবেন এফডিসির নির্মাতারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ২১:০২

গত বছরের শেষ দিকে চলচ্চিত্র নির্মাতাদের নতুন নেতা বাছাইয়ের জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিন তা হয়নি। নতুন তারিখ ছিল গত ১০ জানুয়ারি। ওইদিনও ভোটগ্রহণ হয়নি। আবারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৯ মে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের রীতি ভেঙে প্রথমবারের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।


এর আগে ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র প্রতিটি নির্বাচন এফডিসির ভেতরেই অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জাগো নিউজকে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন ও বন্ধন বিশ্বাস।


পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছিল। একটি পক্ষ বলছে, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যাবে না। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে। সব জল্পনা-কল্পনা শেষে বিএফডিসির বাইরে নির্বাচন হচ্ছে।


দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও