
প্রস্তুত হচ্ছেন পূজা
শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা নতুন ছবি টগরের প্রচারণা। চলতি বছরের শুরুতেই টগর সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আলোক হাসান। সে অনুযায়ী সিনেমার শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়। তবে তখন নায়িকার নাম ঘোষণা করা হয় প্রার্থনা ফারদিন দীঘির। এরপর শুটিং শুরুর আগে জানা যায় দীঘির পরিবর্তে নায়িকা হিসেবে পূজা চেরিকে দেখা যাবে সিনেমায়। তারপর থেকেই আলোচনায় তিনি।
এবার সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে সিনেমার ডাবিংয়ের কাজ চলছে, যা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টও করেন পূজা। যাতে দেখা যায় টি-শার্ট ও চাবির রিঙে ‘টগর’-এর নাম লেখা তার ভক্তরা প্রচারণা শুরু করেছেন। তিনি তার ফেসবুকে শেয়ার করে সবাইকে পাশে থাকার অনুরোধ করছেন। যাতে বোঝাই যাচ্ছে আসন্ন ঈদুল আজহায় সিনেমা হলে দাপট দেখাতে আগে থেকেই প্রস্তুত হচ্ছেন পূজা।