You have reached your daily news limit

Please log in to continue


সারা টেন্ডুলকারের সঙ্গে প্রেমের গুঞ্জন যে অভিনেতার

এতদিন তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে কিংবদন্তী শচীন টেন্ডুলকারকন্যা সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তার সত্যতা মেলেনি। তবে এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ভারতীয় একাধিক মিডিয়ার দাবি, নতুন করে প্রেমে পড়েছেন শচীনকন্যা সারা।

দেশটির বেশ কিছু মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি সারাকে দেখা গেছে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। বহুবার দুজনে দেখা করেছেন। যা নাকি ধরা পড়েছে ক্যামেরাতেও। আর এ সময় দুজনের মধ্যে রসায়নও চোখে পড়েছে। বলা হচ্ছে, উভয়ই একে অপরের সঙ্গ সময়টা বেশ উপভোগ করছেন।

অবশ্য সিদ্ধান্ত ও সারা দুজনকে নিয়ে আগেও এমন গুঞ্জন শোনা গিয়েছে। যেখানে সারাকে জড়ানো হয়েছে তারকা ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে। অন্যদিকে সিদ্ধান্তকে জড়ানো হয়েছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দর সঙ্গে। যদিও এ দুজনের কেউই এ নিয়ে কখনোই কোথায় মুখ খুলেননি।

এদিকে সারার জন্য শুভমানকে যেতে হচ্ছে বেশ সমালোচনার মধ্যে। প্রায়শই মাঠেও শুভমানকে দেখে ভক্তরা সারা সারা বলে ডাকছেন। এতে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছেন সারা। যদিও এই সারা সঙ্গে আরেক সারার নামও জড়িয়ে গেছে। যেখানে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে শুভমানের এমন দাবি করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সত্যতা মেলেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন