যেভাবে সহজে অন্যের নাম মনে রাখবেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:৩৩

১. মৌখিক পদ্ধতি
ক. পরিচয়ের সময় নামটি উচ্চারণ করুন


নাম মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যাঁর সঙ্গে পরিচিত হবেন, তাঁর নামটি সশব্দে উচ্চারণ করা। তাঁর সামনেই দু–তিনবার নামটি বলুন। এতে নামটি আপনার স্মৃতিতে গেঁথে যাবে। যখন নতুন কারও সঙ্গে হাত মেলাবেন, তখনো তাঁর নামটি উচ্চারণ করুন। এরপর যদি আরও কথা হয়, তখন তাঁর নামটি হঠাৎ আবার বলুন। আর যদি বেশি সময় কথা বলার সুযোগ না থাকে, তাহলে বিদায়ের সময় বলুন। একটা উদাহরণ দিই। ধরুন, আপনার অফিসে একজন নতুন কর্মী এসেছেন। তাঁর নাম রফিক। তাহলে পরিচয়ের সময় বলুন, ‘অফিসে স্বাগত, রফিক ভাই!’ এরপর আবার কিছুক্ষণ পর জিজ্ঞেস করুন, ‘রফিক ভাই, এই সেক্টরে আপনার কাজ করার আগ্রহ হলো কীভাবে?’ আবার বিদায়ের সময় বলুন, ‘ভালো থাকবেন, রফিক ভাই। দেখা হবে।’ এভাবে পরিচয়পর্বের সময় দু-তিনবার তাঁর নাম ব্যবহার করলে, ভবিষ্যতে আর ভুলে যাবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও