
গরমে আরাম পেতে ঠাকুরবাড়ির ৩ খাবার থাকুক পাতে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১১:৩৩
বৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না’ বইয়ে পাওয়া তিনটি রেসিপি। খাবারগুলো রান্না করেছেন এবং ছবি তুলেছেন আফরোজা খানম মুক্তা।
রুই মাছের রোস্ট
উপকরণ
রুই মাছ ৬ টুকরো, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, শুকনো মরিচের বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, ভিনেগার বা লেবুর রস ১ চা-চামচ, ঘি ৪ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, ধনেবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচের ফালি ৬-৭টি।