
চুল ভালো রাখবে টক দইয়ের ৫ হেয়ার প্যাক
আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি, ঘাম ও রোদের তাপে চুলের ক্ষতি হয়। যত্নে ঘাটতি হলে ধীরে ধীরে রুক্ষও হয়ে যায়। বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট, চুলে রিবন্ডিং ও কালার করালে এবং চুলে হিট বেশি দিলেও চুলের স্বাস্থ্য নষ্ট হয়। নির্জীব ও প্রাণহীন হয়ে পড়ে। এসব থেকে রক্ষা পেতে চুলের যত্নে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সেরাম—কত কিছুই তো ব্যবহার করা হয়। উদ্দেশ্য একটাই—চুল ভালো রাখা। চুলে প্রাণ ফেরানো।
চুল নরম করবে ডিম ও টক দই
চুল উজ্জ্বল ও ঝলমলে করে ডিম। এটি চুলের তৈলাক্ত ভাব দূর করে। দই চুল ভালো রাখতে কাজ করে। একটি ডিমের সঙ্গে দুই টেবিল চামচ দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক চুলে লাগিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট। এরপর চুল শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুবারের বেশি এই প্যাক ব্যবহার করবেন না। প্যাকটি চুল নরম, মসৃণ ও সুন্দর করবে।
ঝলমলে ভাব এনে দেবে টক দই ও কলা
কলায় আছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট ও ভিটামিন। এই উপাদানগুলো চুলে পুষ্টি জোগায়। এগুলো মাথার ত্বক ভালো রাখে, খুশকি দূর করাসহ চুল উজ্জ্বল করে। চুল ঝরে যাওয়া এবং মাঝ থেকে চুল ভেঙে যাওয়াও রোধ করে কলা।
এই প্যাক তৈরির জন্য অর্ধেক পাকা কলা, এক টেবিল চামচ দই, তিন চা-চামচ মধু, এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর ২৫ থেকে ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে ভালো ফল মিলবে।
চুল গজাতে সাহায্য় করে টক দই ও অ্যালোভেরা
অ্যালোভেরা তথা ঘৃতকুমারীর গুণের কথা কে না জানে। এটি নতুন চুল গজাতে সাহায্য করে। চুল লম্বা করে এবং মাথার ত্বক সতেজ রাখে। দই, মধু ও ঘৃতকুমারীর জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাক চুলের গোড়ায় লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানিতে চুল ধুয়ে ফেলুন। প্যাকটি চুলের যত্নে দারুণ কাজ করে। এটি পুরো চুলে না লাগালেও চলবে।
- ট্যাগ:
- লাইফ
- টকদই
- চুলের স্বাস্থ্য