
ব্যাগ গুছিয়ে রাখবেন যেভাবে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১০:০৬
বাড়িতে লোকসংখ্যা যত, ব্যাগও কি তত? হিসাব করলে দেখা যাবে, ব্যাগের সংখ্যা বাসার মানুষের চেয়ে বেশি।
স্কুলব্যাগ, অফিসের ব্যাগ, বাজারের ব্যাগ—এমন আরও অনেক ব্যাগ প্রায় প্রতিদিন আমাদের ব্যবহার করতে হয়। বাইরে থেকে বাড়ি ফিরে এসব ব্যাগের জায়গা হয় আলমারিতে অথবা দরজার পেছনের হ্যাঙ্গিংয়ে। এত ব্যাগ গুছিয়ে রাখাটাও কিন্তু কম ঝামেলার নয়। আর বাসা থেকে বের হওয়ার সময় যদি প্রয়োজনীয় ব্যাগটা হাতের কাছে না পাওয়া যায়, তাহলে সেটাও বিড়ম্বনার বিষয়। সে কারণে প্রতিদিনের ব্যবহার করা ব্যাগগুলো সহজে গুছিয়ে রাখার কিছু নিয়মকানুন জেনে নিতে পারেন।
বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর ব্যাগ শুকাতে দিন। এ জন্য দরজার পেছনে বা দেয়ালে হুক লাগিয়ে নিতে পারেন। এতে ব্যাগ ঝুলিয়ে রাখলে বাতাসে শুকিয়ে যাবে। পরে না হয় আপনার পছন্দমতো কোথাও রেখে দিলেন।
- ট্যাগ:
- লাইফ
- ব্যাগ গোছানো