বারান্দা সাজানোর ৫ দেশি কায়দা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ২১:২৯

শহরের ব্যস্ত জীবন আর চারপাশের কোলাহলের মাঝেও যদি আপনার একটা ছোট্ট বারান্দা থাকে, তাহলে সেটা সাজিয়ে তুলুন নিজের ছোট্ট স্বর্গ হিসেবে। খুব বেশি খরচ না করেই দেশি কায়দায় বারান্দাকে করে তুলতে পারেন আরামদায়ক আর আকর্ষণীয়। চলুন জেনে নিই ৫টি সহজ টিপস—


১. টবে তুলুন গ্রিন আর্মি


বারান্দার প্রাণ হলো গাছ। পাতাবাহার, মানিপ্ল্যান্ট, তুলসী কিংবা দেশি বাসক গাছ – যা পান তাতেই সাজিয়ে তুলুন সবুজের রাজ্য। চাইলে পুরনো মাটির হাঁড়িও রঙ করে টব বানাতে পারেন।


২. মাদুর আর মোড়া


চেয়ার না থাকলেও ক্ষতি নেই। একটা পাটের মাদুর আর দুইটা বাঁশের মোড়া হলেই সন্ধ্যার আড্ডা বা এক কাপ চায়ের আসর জমে উঠবে।


৩. সন্ধ্যা হোক রঙিন


স্ট্রিং লাইট বা দেশি কুপি বাতি ঝুলিয়ে দিলে বারান্দাতে তৈরি হবে এক অন্যরকম মুড। চাইলে হাতে বানানো লণ্ঠন বা রঙিন কাগজের ঝাড়বাতিও যোগ করতে পারেন।


৪. পুরনো জিনিস, নতুন ব্যবহার


পুরনো কাঠের কাগজ রাখার তাক বা ভাঙা টুলকে রঙ করে গাছ রাখার স্ট্যান্ড বানিয়ে ফেলুন। দেশি স্টাইল মানেই পুরনোকে নতুনভাবে দেখার চোখ।


৫. একটু ব্যক্তিত্ব থাকুক সাজে


আপনার পছন্দের কবিতার পংক্তি লেখা দেয়াল টাঙিয়ে দিন। চিত্রাঙ্কনের শখ থাকলে নিজে আঁকা ছবি টানিয়ে দিন– এই ছোট্ট জায়গাটা হোক পুরোপুরি আপনার মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও