
ভারত-পাকিস্তান যুদ্ধ উন্মাদনা তুঙ্গে
পেহেলগামের হামলার পরিপ্রেক্ষিতে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের হুমকি ও পাল্টা হুমকি চলছেই। ভারতের হিন্দুত্ববাদী ও জাতীয়তাবাদীরা মোদি সরকারের ওপর পাকিস্তানকে হামলার জন্য চাপ বাড়াচ্ছে। অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে। নানা ঘটনায় দুই দেশের মধ্য উত্তেজনা বাড়ার ফলে উপমহাদেশের মানুষ যুদ্ধ আশঙ্কায় রয়েছে। প্রতিদিন কিছু না কিছু ঘটছেই।
শনিবার মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এক নির্দেশে নিজেদের সমুদ্রবন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করেছে। বিবৃতিতে জানানো হয়, এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, শনিবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করে ভারত। সেই সরকার জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত, আকাশপথ বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। একই দিন, পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৪৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।