গণমাধ্যমের স্বাধীনতা সূচকে নরওয়ের মতো দেশগুলো কেন শীর্ষে থাকে?

জাগো নিউজ ২৪ আমীন আল রশীদ প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১০:৪৮

প্রতি বছরের ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচক প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), যেখানে দেখা যায় ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে নরওয়ে, এস্তোনিয়া, নেদারল্যান্ডসের মতো দেশগুলো স্বাধীন সাংবাদিকতার সূচকে শীর্ষে থাকে। আর তালিকার তলানিতে থাকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। এমনকি বাংলাদেশও তালিকার বেশ নিচের দিকে থাকে।


গত বছরের তুলনায় বাংলাদেশ এবার ১৬ ধাপ এগোলেও এখানে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি ‘বেশ গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে আরএসএফ। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। এ বছরের সূচকে স্বাধীন সাংবাদিকতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও পিছিয়ে আছে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের চেয়ে। মজার ব্যাপার হলো, সূচকে ২০২৪ সালে ১১ ধাপ পেছানোর পর এ বছর আরও দুই ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি এবার স্বাধীন সাংবাদিকতার সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনেরও নিচে। এর বিপরীতে টানা নবমবারের মতো স্বাধীন সাংবাদিকতার সূচকের শীর্ষে আছে ইউরোপের দেশ নরওয়ে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ইউরোপের দেশ এস্তোনিয়া ও নেদারল্যান্ডস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও