বাণিজ্যিক কৃষি ও কৃষিতে চৌকস প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে মনোযোগ জরুরি

গত পাঁচ দশকে বাংলাদেশের অর্থনীতির প্রধান গেম চেঞ্জার হচ্ছে কৃষিপ্রযুক্তি। আমরা আমাদের প্রধান খাদ্যশস্য ধান নিয়ে পরিবর্তনটা শুরু করেছিলাম উচ্চফলনশীল (উফশী) ধান আবাদের মাধ্যমে। উফশী প্রথমে বাইরে থেকে এল, পরে আমাদের গবেষকরা নিজেরাই দেশীয় জলবায়ু, মাটি, পানি, তাপমাত্রা প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরো অনেক চৌকস ধানের জাত উদ্ভাবন করলেন একের পর এক।


নলকূপের সেচ এল, ধানের ফলন বেড়ে গেল বহু গুণ। কাজেই সেটিই ছিল প্রথম গেম চেঞ্জার। ফলে খাদ্যের জন্য আমাদের পরনির্ভরতা হ্রাস পায়। পরবর্তী গেম চেঞ্জার রাষ্ট্রীয় খাতের পাশাপাশি বেসরকারি খাতের অনুকূলে নীতি পরিবর্তন ও কৃষিতে প্রণোদনা। রাষ্ট্রীয় সুবিধা নিয়ে বেসরকারি খাত বাণিজ্যিকায়নের পথ ধরে যেভাবে কৃষিপ্রযুক্তি ও উন্নত উপকরণ কৃষক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে এল, সেটিও আমাদের কৃষি উন্নয়নের গতি বাড়িয়ে দিয়েছে এবং পথটাকে আরো সুগম করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও