হানি ট্র্যাপ: আধুনিক সমাজের এক ভয়ংকর ব্যাধি

জাগো নিউজ ২৪ ড. মতিউর রহমান প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১০:৫১

ডিজিটাল প্রযুক্তি প্রসারের সাথে সাথে যোগাযোগ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে নতুন ধরনের অপরাধের কৌশল। আধুনিক সমাজের এমনই এক উদ্বেগজনক এবং ভয়ংকর ব্যাধি হলো ‘হানি ট্র্যাপ’ বা মধুচক্র। এটি এমন এক সুচতুর প্রতারণার জাল, যেখানে সাধারণত সুন্দরী তরুণীদের ব্যবহার করে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করা হয়। ধনাঢ্য ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পেশাজীবী, এমনকি বিদেশি রাষ্ট্রদূত পর্যন্ত এই ফাঁদের শিকার হতে পারেন। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে পরিচালিত এই চক্রগুলো অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই অত্যন্ত সক্রিয় থাকে এবং একবার কেউ এই জালে জড়ালে তার ব্যক্তিগত ও সামাজিক জীবন চরম সংকটের মুখে পড়ে।


হানি ট্র্যাপের মূল ভিত্তি হলো টার্গেট ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা, বিশেষ করে যৌন দুর্বলতা বা সম্পর্কের আকাঙ্ক্ষাকে কাজে লাগানো। প্রতারক চক্রের সদস্যরা, যারা প্রায়শই তরুণী নারী, প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্ল্যাটফর্মে টার্গেট ব্যক্তির সাথে পরিচিত হয়। প্রাথমিকভাবে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, যা ধীরে ধীরে ঘনিষ্ঠতা এবং প্রেমের সম্পর্কের দিকে এগোতে পারে। এই পর্যায়ে এসে চক্রটি তাদের মূল পরিকল্পনা কার্যকর করার জন্য প্রস্তুত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও