
অর্থনীতির ইঞ্জিন চাকা স্টিয়ারিং
অর্থশাস্ত্রে অনেক জটিল বিষয় আছে, যার বিস্তারিত ব্যাখ্যা অনেকের জানা নেই। কোনো কিছু না জানা দোষের কিছু নয়, তবে না জেনে জানার ভান করলে সমস্যা বাধে। অর্থনৈতিক প্রবৃদ্ধির নব্য-ধ্রুপদী (নিও-ক্লাসিক্যাল) মডেলের ধারণাদাতা হলেন রবার্ট সোলো, যিনি ১৯৮৭ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত তত্ত্বে অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কারপ্রাপ্ত হন।
মজার ব্যাপার হচ্ছে, এই বিখ্যাত অর্থনীতিবিদের রসালো ও তীর্যক মন্তব্য মনে হবে যেন মিছরির ছুরি। তিনি বলেছেন, ‘‘প্রচারণার ক্ষুধায় কাতর অর্থনীতিবিদরা তাদের জ্ঞান অতিরঞ্জিত করে উপস্থাপন করেন... অর্থনীতিবিদদের মধ্যে আপাতদৃষ্টে অর্থনীতি বিজ্ঞানকে সামনে নেওয়ার কোনো অভিপ্রায় নেই এবং অর্থনীতির জটিলতর প্রশ্নের উত্তর দিতেও তারা প্রস্তুত নন। সবচেয়ে বড় কথা, তারা ‘আমি জানি না’ বলতে নারাজ।”