You have reached your daily news limit

Please log in to continue


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ঢেউ-অস্থিরতায় উদ্বেগ

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিয়ম-কানুন বেশ কঠোর। আইনশৃঙ্খলার বেড়াজালে শিক্ষার্থীরা ঠিকমতো দাবি-দাওয়া তোলারও সাহস করেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে কথা বললেই বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখে পড়তে হয় তাদের। সেখানে ভর্তি খরচ-টিউশন ফি সবই বেশি। অনেকের বাবা-মা কষ্টার্জিত অর্থে সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন। ফলে সহসাই আন্দোলন করে কেউ বহিষ্কার বা শাস্তির মুখে পড়তে চান না।

এটিই ছিল চিরাচরিত চিত্র। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই পরিস্থিতি একেবারে বদলে গেছে। এখন কথায় কথায় আন্দোলনে নামছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মানতে নারাজ হয়ে তারা কখনো ছুটছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি), আবার কেউ কেউ সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ-সমাবেশ করছেন।

৫ আগস্টের পর একের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান-সদস্য, উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে। স্থায়ী ক্যাম্পাস, শ্রেণিকক্ষ সংকট, নিজস্ব পরিবহন সুবিধাসহ দাবি-দাওয়া নিয়ে অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।

তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের যে ঢেউ দেখা যাচ্ছে, তা নিয়ে অভিভাবক, শিক্ষাবিদ, শিক্ষাপ্রশাসনের কর্মকর্তারা উদ্বেগ জানিয়েছেন। অভিভাবকরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যয় বেশি। সন্তান যদি এক সেমিস্টারও বহিষ্কার হয়, তাতেও লাখের ওপরে গচ্চা যাবে। পাশাপাশি সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাবা-মায়েরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন