ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর মাস্টারমাইন্ড জয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩০

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টার মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পলক। সুতরাং তার (জয়) বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে।


বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন।


চিফ প্রসিকিউটরকে প্রশ্ন করা হয়, জয় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তার বিচার করা যাবে কি না।


এর জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জয় বাংলাদেশে কখনো আসেননি, তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা ছিলেন বা প্রজাতন্ত্রের একজন বেতনভুক্ত কর্মচারী ছিলেন। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, আওয়ামী লীগের নেতা; বহুভাবে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। তিনি বিশেষ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যা আড়াল করতে ইন্টারনেট বন্ধ করে সারাদেশে গণহত্যাকে ছড়িয়ে দিয়েছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও