রাজশাহীতে ৮ ঘণ্টা ধরে গর্তে শিশু, উদ্ধারের চেষ্টা, দেওয়া হচ্ছে অক্সিজেন
রাজশাহীর তানোর উপজেলায় ৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। ঘটনার আট ঘণ্টা পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় গর্তে অক্সিজেন দিচ্ছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনার পর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিস উপ-পরিচালক দিদারুল আলম।
গর্তে পড়ে যাওয়া সাজিদ হোসেন ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, আট ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে শিশুটি পড়ে গেছে। ঘটনার পর উপজেলা প্রশাসনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিমসহ অ্যাম্বুলেন্স।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু
- আটকা পড়া
- অক্সিজেন সরবরাহ