সচিবালয়ে ‘নজিরবিহীন’ অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে টানা ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার ঘটনাকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়েছেন সাবেক শীর্ষ আমলারা।
তাদের মতে, কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে ঘোষিত সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রশাসনের উচ্চপর্যায়ের সমন্বয়হীনতা ও দুর্বলতার প্রতিফলন।
এর আগে ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা তার কক্ষের সামনে অবস্থান নেন। তারা দরজার সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং কোনো অবস্থাতেই উপদেষ্টাকে বের হতে দেননি। পরে রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমন্বয়হীনতা