প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণে আরেক ধাপ অগ্রগতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে।
এ বিষয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গেল ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সুপারিশ আসে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার উপসচিব জি এম সারফারাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন একাদশ থেকে দশম গ্রেডে উন্নীত করতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশসহ কার্যবিবরণীটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
“এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের এ পদগুলোর বেতন দশম গ্রেডে নির্ধারণে উপদেষ্টা পরিষদের অনুমোদন নেওয়া, জিও (সরকারি আদেশ) জারিসহ অন্যান্য অনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।”
উচ্চ আদালতের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে গেল ২৭ অক্টোবর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। এরপর ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকদের সবগুলো পদের বেতন দশম গ্রেডে নির্ধারণের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।