‘মানবিক করিডোর’: যে কারণে বিতর্ক, বাস্তবতা কী?

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৮:৪৫

দুর্ভিক্ষের আশঙ্কায় মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডোর’ দিতে সরকার ‘নীতিগত সিদ্ধান্ত’ নেওয়ার পর দেশের ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের’ ক্ষেত্রে ঝুঁকির প্রশ্ন তুলে বির্তক উঠেছে, বিরোধিতাও এসেছে রাজনৈতিক দলের তরফে।


এই করিডোর কোন প্রক্রিয়ায় হবে, কোন এলাকায় হবে তা এখনও স্পষ্ট করা হয়নি সরকারের তরফে। তবে এটি করার ক্ষেত্রে বাংলাদেশের তরফে কিছু শর্ত দেওয়ার কথা বলেছে সরকার।


এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের স্পষ্ট বিরোধিতার মুখে অন্তর্বর্তী সরকার বলছে, জাতিসংঘ উদ্যোগ নিলে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


এই করিডোর তৈরিতে যুক্ত হওয়া নিয়ে বিশ্লেষকদের মধ্যেও আছে মতভিন্নতা। এটাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলছেন অনেকে।


তারা বলছেন, দুদেশের মধ্যে সম্পর্কের আইনি বাধ্যবাধকতার কারণে এ ধরনের প্রক্রিয়ায় যুক্ত হতে গেলে সবার আগে মিয়ানমারের সরকারের সম্মতি লাগবে। আর জাতীয় সংসদ সচল না থাকায় রাজনৈতিক দলের মতৈক্যও প্রয়োজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও