
চার কোটি টাকা খরচায় ‘সবার ঢাকা’ অ্যাপ, নিয়ন্ত্রণ নেই ডিএনসিসির
নাগরিক সেবা সহজ করতে ‘সবার ঢাকা’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের নিয়ন্ত্রণই পাচ্ছে না ডিএনসিসি। অ্যাপের নিয়ন্ত্রণ চেয়ে নির্মাতা প্রতিষ্ঠানকে চিঠি দিলেও সাড়া মেলেনি। বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর মিরপুরে একটি নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ঢাকা উত্তর সিটির বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ডিএনসিসির সবার ঢাকা অ্যাপ আছে। কিন্তু এই অ্যাপের পাসওয়ার্ড আমাদের দিচ্ছে না। আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, এই অ্যাপ তৈরিতে তাঁরা চার কোটি টাকা খরচ করেছেন। পাসওয়ার্ড না দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’
‘সবার ঢাকা’ অ্যাপটি তৈরিতে এই বিপুল পরিমাণ ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই অ্যাপ তৈরিতে গড়ে ১২ লাখ টাকা ব্যয় হতে পারে। অথচ এর ৩০ গুণের বেশি অর্থাৎ ৩ কোটি ৭১ লাখ টাকা ওই অ্যাপ তৈরিতে ব্যয় হয়েছে। এরপরও অ্যাপটির নিয়ন্ত্রণ করপোরেশনের কাছে নেই।
অ্যাপের নিয়ন্ত্রণ না-পাওয়া নিয়ে ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলছেন, সবার ঢাকা অ্যাপ তৈরিতে অর্থ মন্ত্রণালয়ের অধীন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু আইআইএফসি ওয়ালেট মিক্স লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজটি করিয়েছে। বেসরকারি ওই প্রতিষ্ঠান এখনো অ্যাপটির নিয়ন্ত্রণ করপোরেশনের কাছে হস্তান্তর করেনি।