মাম্পস কীভাবে ছড়ায়, বড়দেরও কি হতে পারে?

ডেইলি স্টার প্রকাশিত: ০২ মে ২০২৫, ২০:৪৯

মাম্পস শিশুদের রোগ হিসেবে পরিচিত কিন্তু এটি বড়দেরও হতে পারে। মাম্পস সংক্রমণ কারো কারো ক্ষেত্রে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।


মাম্পস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. সোহেল মাহমুদ আরাফাত।


মাম্পস কী


অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, মাম্পস ভাইরাসজনিত একটি রোগ, যা মাম্পস ভাইরাস দিয়ে সৃষ্ট। মানবদেহে প্যারোটিড গ্ল্যান্ড বা লালা গ্রন্থি যা দুই চোয়ালের কোণায় অর্থাৎ মুখগহ্বরের উভয় পাশে কানের সামনে থাকে। মাম্পস ভাইরাস মূলত এই লালা গ্রন্থিকে সংক্রমিত করে।


মাম্পস কীভাবে ছড়ায়


মাম্পস ছোঁয়াচে রোগ। সংক্রমিত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, মুখের লালা এবং হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে মাম্পস ভাইরাস বাতাসে ছড়ায় এবং আশপাশের ব্যক্তিদের সংক্রমিত করতে পারে।


এছাড়া মাম্পস আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন- থালা, গ্লাস ও চামচ ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে চুম্বনের মাধ্যমে লালায় থাকা ভাইরাস অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে।


সাধারণত যখন জ্বর আসে তখন এটি সংক্রামক এবং লালা গ্রন্থি ফোলার পর থেকে ৫ দিন পর্যন্ত সংক্রমিত ব্যক্তি মাম্পস ভাইরাস ছড়াতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও