
দিনাজপুর সীমান্তে ২ কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, দুই ভারতীয় আটক
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত থেকে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তের বাসিন্দারা ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২১ মেইন পিলারের সাব পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে বলে জানান দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম।
পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন- ওই এলাকার প্রয়াত এনামুলের ছেলে মাসুদ (২২) ও একই এলাকার ইসরাইলের ছেলে এনামুল (৪৬)।
ধর্মপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম বলেন, সীমান্তে জমিতে কাজ করার সময় মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
এ ঘটনায় স্থানীয়রা পাল্টা ভারতীয় আদিবাসী নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় বলে জানান তিনি।