
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান-আমের ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।
শুক্রবার (২ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জাগো নিউজকে এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে এসব ক্ষয়ক্ষতি হয়।
ড. মো. ইয়াছিন আলী বলেন, সদরে ৪৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার ও গোমস্তাপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে জেলার ১৭৫ হেক্টর ধানের, ৭৩ হেক্টর আমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কিছু সবজির আবাদের জমি নষ্ট হয়েছে। প্রাথমিক একটি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিলাবৃষ্টি
- ফসলের ক্ষতি