এক মোটরসাইকেল ৪ আরোহী, ট্রাকের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২৫, ০৯:২০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।


নিহত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (২৪) এবং একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক মিয়া (২৩)। আহত দুজন হলেন শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত মিয়া (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ মিয়া (২৩)। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও