
সরকার কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করতে বলছে না: প্রেস সচিব
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৯:১২
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করতে বলছে না।
আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত 'জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ' শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, 'প্রতিদিন হাজার হাজার বক্তা বিভিন্ন কথা বলছেন। এমনকি মিথ্যা কথা পর্যন্ত প্রচার করছেন। তবুও সরকার কারও মুখ বন্ধ করেনি।'
তিনি বলেন, 'বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়ে মানুষ সর্বোচ্চ বাক-স্বাধীনতা ভোগ করছেন। আমরা দেখছি অনেকে আজেবাজে কথা বলেন, ফেসবুকে মিথ্যা নিউজ প্রচার করছেন। কিন্তু আমরা কারও ফেসবুকে বন্ধ করিনি। কারণ আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি।'
'গণমাধ্যম এখন যা ইচ্ছে তা লিখতে পারছেন,' বলেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাংবাদিক
- চাকরিচ্যুত
- শফিকুল আলম