হৃদয়ের শাস্তি দফায় দফায় বদলের যে ব্যাখ্যা দিল বিসিবি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:০০

তাওহিদ হৃদয়ের শাস্তি দফায় দফায় বদল নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় হওয়ার অবশেষে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি। আম্পায়ার্স কমিটির দেওয়া নির্দেশনা বাতিল করে টেকনিক্যাল কমিটির দেওয়া আগের শাস্তিই বহাল রাখা হয়েছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের সেই শাস্তির কার্যকারিতা পিছিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্য।


গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ চলার সময় আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন হৃদয়। ম্যাচের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করায় সেই নিষেধাজ্ঞা বাড়িয়ে করা হয় দুই ম্যাচ।


সেই নিষেধাজ্ঞা হুট করেই পরে আবার এক ম্যাচে নামিয়ে আনা হয়। অভিযোগ আছে, মোহামেডানের চাপে পড়েই দলটির অধিনায়কের শাস্তি কমিয়ে দেওয়া হয়। প্রিমিয়ার লিগের শিরোপার পথে আবাহনীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে মোহামেডানের। এক ম্যাচ অধিনায়ককে পাওয়া বা না পাওয়াও তাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও