গরমে শসার মজাদার ৫ রেসিপি

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ২২:৫৮

গরমকালে শরীর হাইড্রেটেড রাখতে বিশেষজ্ঞরা জলীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এ সময় তারা শসা খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন। কারণ এতে ৯০% পর্যন্ত পানি থাকে, যা শরীরের হাইড্রেশন ঠিক রাখে এবং স্বাদ ও স্বাস্থ্যের জন্যও দারুণ।


অনেকে শসা দিয়ে শুধু সালাদ বানিয়ে খান, অথচ আপনি চাইলে আরো অনেকভাবে শসা খেতে পারেন।


আজকের প্রতিবেদনে জানাব শসার ৫টি ভিন্ন ও মজাদার রেসিপি সম্পর্কে। চলুন, জেনে নেওয়া যাক।


১. শসার রায়তা


উপকরণ



  • শসা

  • দই

  • কালো লবণ

  • ভাজা জিরা

  • ধনেপাতা


শসার রায়তা বানানোর পদ্ধতি


শসা কুঁচি করে পানি ঝরিয়ে নিন। দইয়ের সঙ্গে শসা মিশিয়ে, ওপরে কালো লবণ, ভাজা জিরা ও ধনেপাতা ছড়িয়ে দিন।


এবার ঠাণ্ডা ঠাণ্ডা রায়তা পরিবেশন করুন।


২. শসার ঠাণ্ডা স্যুপ


উপকরণ



  • শসা

  • দই

  • পুদিনা পাতা

  • লেবুর রস

  • লবণ

  • গোলমরিচ


শসার ঠাণ্ডা স্যুপ বানানোর পদ্ধতি


শসা, দই, পুদিনা পাতা ও লেবুর রস মিক্সিতে ব্লেন্ড করুন। ঠাণ্ডা করে পরিবেশন করুন। এটি গরমের জন্য দারুণ পানীয়।


এটি ফ্লু থেকে রক্ষা করে।


৩. শসার পরোটা


উপকরণ



  • গমের আটা

  • কুঁচি করা শসা

  • কাঁচা মরিচ

  • ধনেপাতা

  • লবণ


শসার পরোটা বানানোর পদ্ধতি


কুঁচি করা শসা আটার সঙ্গে মেশান। কাঁচা মরিচ, ধনেপাতা ও লবণ দিন। নরম করে আটা মাখুন এবং পরোটা বেলে তাওয়ায় সেঁকে নিন। কাঁচা আম ও পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও